Articles

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাদুঘরে সঙ্গীতানুষ্ঠান এবং কবিতা পাঠের আয়োজন

ঢাকা ২৬ মার্চ ২০১৫: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৫ উদযাপন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘর প্রাঙ্গণে সকাল ৭.৩০ টায় আয়োজন করা হয় সঙ্গীতানুষ্ঠান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, বহ্নিশিখা সাংস্কৃতিক দল এবং জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ এতে দলীয় ও একক সঙ্গীত পরিবেশন করে। সঙ্গীতানুষ্ঠান উদ্বোধন করেন জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী| অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৬.৩০ মিনিটে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী হলে আয়োজন করা হয় কবিতা আবৃত্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি।

আবৃত্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্য অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। কবিতা আবৃত্তি করেন: সৈয়দ হাসান ইমাম, জনাব রামেন্দু মজুমদার, জনাব আশরাফুল আলম, জনাব কেয়া চৌধুরী, ভাস্কর বন্দোপাধ্যায়, জনাব পীযুষ বন্দোপাধ্যায়, জনাব জয়ন্ত চট্টপাধ্যায়, ড. রণজিৎ কুমার বিশ্বাস, জনাব ক্যামেলিয়া, জনাব আফরোজা বানু, জনাব শমী কায়সার, জনাব আহকাম উল্লাহ, জনাব ডালিয়া আহমেদ, জনাব বেলায়েত হোসেন, জনাব লায়না আফরোজ, জনাব রফিকুল ইসলাম, জনাব মাহীদুল ইসলাম, জনাব মাসকুর কল্লোল, জনাব ঝর্ণা সরকার, জনাব সামিউল ইসলাম, জনাব তামান্না তিথী, জনাব রোকেয়া প্রাচী ও জনাব কান্তি কানিজা। অন্যান্যদের আবৃত্তি শেষ হওয়ার পর অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব আসাদুজ্জামান নূর এমপি ও কবিতা আবৃত্তি করেন।

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd